কমলগঞ্জে মাননববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

April 30, 2018,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ সারাদেশে চলমান ধর্ষন, ধর্ষণ-হত্যা, ইভটিজিং ও নারী নির্যাতন বন্ধের দাবিতে মৌলভীবাজারের কমলগঞ্জে মানববন্ধন কর্মসূচী পালনসহ সমাবেশ করা হয়। কমলগঞ্জ উপজেলার আদমপুরের একটি স্বেচ্ছাসেবী সংগঠন স্বজন (আপনজন)-এর উদ্যোগে ৩০ এপ্রিল সোমবার সকাল ১১টায় কমলগঞ্জ উপজেলা চৌমুহনায় এ কর্মসূচী পালণ করা হয়।

স্বজনের সভাপতি  সৌরভ আহমদ সজিবের সভাপতিত্বে ও সদস্য নাঈম আহমদের সঞ্চালনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সায়বাদিক শাহীন আহমদ ও মাহমুদ খান। সংগঠনের সভাপতি সৌরভ আহমদ বলেন ধর্ষণকে না বলুন আর নারী নির্যাতন বন্ধ করুন এই শ্লোগানকে সামনে রেখে তারা এই মানববন্ধন কর্মসূচী পালনসহ প্রতিবাদ সভা করেছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com