মে দিবস উপলক্ষে শ্রমিক ফেডারেশনের আলোচনা সভা ও দোয়া মাহফিল

May 1, 2018,

আব্দুল কাইয়ুম॥ মহান মে দিবস ও আর্ন্তজাতিক শ্রমিক দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করেছে বাংলাদেশ অটোরিক্সা-অটোটেম্পু শ্রমিক ফেডারেশন (রেজিনং বি-১৯৯৮) মৌলভীবাজার জেলা শাখা ।
মঙ্গলবার ১ মে বিকাল ৩ টার দিকে নবগঠিত এই শ্রমিক সংগঠনের জেলা কার্যালয় উদ্বোধন ও মহান মে দিবস উপলক্ষে শহরের শাহমোস্তফা সড়কের রুবি প¬াজার নীচতলায় আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এতে সংগঠনের অধিনস্থ কয়েকশ শ্রমিক অংশ নেন।
সংগঠনের সাধারণ সম্পাদক আলিম উদ্দিন হালিম এর সঞ্চালনায় ও জেলা সভাপতি শ্রমিক নেতা মোঃ শিবলু আহমেদ এর সভাপতিত্বে মে দিবসের প্রেক্ষাপট ও তাৎপর্য নিয়ে আলোচনা পর্বে বক্তব্য রাখেন, কার্যকরী সভাপতি, আলমাছ মিয়া, সহ-সভাপতি জামাল মিয় , সহ-সভাপতি শাজাহান খান, মোঃ শাহাবাজ মিয়া, যুগ্ন সাধারণ সম্পাদক মোকিত আহম্মেদ, সহ- যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ লুৎফর রহমান, সহ- যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ আমির হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ হারুনুর রশিদ, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ কয়সার আলী, সহ-সাংগঠনিক সম্পাদক মাখন মিয়া, টিটু মিয়া, প্রচার সম্পাদক মোঃ সোহাগ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ কাজল মিয়া, দফতর সম্পাদক মোঃ মিছলু আহমেদ, কোষাধ্যক্ষ মোঃ জাহিদ আহম্মেদ, সদস্য মোঃ শাহাব উদ্দীন, পাপলু আহম্মেদ, আমজাদ হোসেন বাবুল ও মোঃ রবিক মিয়া।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শেখ সামাদ সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের শ্রমিক নেতৃবৃন্দ ।
অনুষ্ঠান শেষে দেশ ও সাড়া বিশ্বের মেহনতী শ্রমিকের কল্যাণ কামনায় মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com