বড়লেখায় ৪ গ্রামে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন
May 5, 2018,
আব্দুর রব॥ বড়লেখা উপজেলায় ১ কোটি ১০ লাখ টাকা ব্যয়ে চারটি গ্রামে ৪ মে শুক্রবার নতুন বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে। গ্রামগুলো হলো উপজেলার সোনাতুলা, কাচলিয়া, পাটনা ও চরকোনা। প্রধান অতিথি হিসেবে জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ ও স্থানীয় সংসদ সদস্য মো. শাহাব উদ্দিন এমপি বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সোহেল মাহমুদ, উপাধ্যক্ষ একেএম হেলাল উদ্দিন, পল¬ী বিদ্যুতের এলাকা পরিচালক রঞ্জিত কুমার দাস, ডিজিএম সুজিত কুমার বিশ্বাস, সাবেক ইউপি সদস্য ইয়াছিন আলী প্রমুখ উপস্থিত ছিলেন।



মন্তব্য করুন