বড়লেখায় গোয়ালঘরে অগ্নিকান্ডে : পুড়ে মরলো ২ গরু
বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখায় গোয়ালঘরে ৬ মে রোববার রাতে আগুন লেগে বাছুরসহ দুটি গরু পুড়ে মারা গেছে। রাত ১০টার দিকে উপজলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের নান্দুয়া গ্রামের প্রয়াত ইউপি সদস্য মজির উদ্দিনের বাড়িতে এ ঘটনাটি ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নিভিয়েছে। এতে প্রায় দেড়লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে অগ্নিকান্ডের সঠিক কারণ নিশ্চিত হওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জের ধরে কেউ এ ঘটনাটি ঘটিয়েছে।
বড়লেখা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার হিমাংশু রঞ্জন সিংহ অগ্নিকান্ডের বিষয় নিশ্চিত করে জানান, ‘অগ্নিকান্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকান্ডের কারণ সম্পর্কে জানা যায়নি। আগুনে আধাপাকা টিনশেডের গোয়ালঘর পুড়ে বাছুরসহ দুটি গরু মারা গেছে। এতে প্রায় দেড়লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে।’



মন্তব্য করুন