মৌলভীবাজার গনশুনানী অনুষ্ঠিত
October 19, 2021,
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়ন পরিষদের আয়োজনে সূচনা কর্মসুচির এর সহযোগীতায় গনশুনানী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ১৯ অক্টোবর দুপুরে গিয়াসনগর ইউনিয়ন পরিষদ এর হল রুমে এ গনশুনানী অনুষ্ঠিত হয় ।
গিয়াসনগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ সামছুল ইসলামের সভাপতিত্বে গনশুনানী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার সাবরীনা রহমান। সুচনা কর্মসুচির জিসিডিও মোঃ ওয়াহিদুজ্জামানের পরিচালনায় ইউনিয়ন পরিষদের ইউ/পি সদস্যগন,সুচনা কর্মসুচির ইউপিসি শাহাদাৎ হোসেন সহ ইউনিয়নের বিভিন্ন শ্রেনীর শতাধিক জনগণ উপি ছিলেন। অনুষ্ঠানে ইউনিয়ন পর্যায়ে জনগনের উন্নয়ন মূলক কার্যক্রম অধিকার,দাবি প্রত্যাশা সহ পরিষদের স”ছতা জবাবদিহিতা ও আগামী প্রত্যাশা পুরন বিষয়ে জনগনের মধ্যে প্রশ্ন উত্তরসহ মত বিনিময় হয়।



মন্তব্য করুন