শ্রমজীবী ও কর্মজীবী সুবিধা বঞ্চিতদের পাশে সৈয়দা জোহরা আলাউদ্দিন এমপি

November 9, 2021,

স্টাফ রিপোর্টার মৌলভীবাজার সদর উপজেলার ১১ নং মোস্তফাপুর ইউনিয়নের গোয়ালাবাড়ি গ্রামে উঠান বৈঠকে তৃণমূলের কর্মজীবী-শ্রমজীবি মানুষের সাথে মঙ্গলবার বিকেলে ৯ নভেম্বর এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন মৌলভীবাজার হবিগঞ্জ জেলার সংসদ সদস্য (মহিলা আসন-৩৬) এবং মৌলভীবাজার জেলা মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দা জোহরা আলাউদ্দিন এমপি।

উক্ত আলোচনা সভায় স্থানীয় এলাকাবাসী এমপি নিকট এলাকার মন্দির সংস্কারে সহায়তা এবং একটি স্কুল নির্মাণের আবেদন জানান।

সভায় বক্তব্যকালে সাংসদ বলেন “আমাদের প্রধানমন্ত্রী দেশের প্রতিটি অঞ্চলে উন্নয়ন ও শিক্ষার আলো ছড়িয়ে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। গ্রাম হবে শহর প্রকল্প বাস্তবায়নে আওয়ামী লীগ সরকার ইতিমধ্যে কাজ করে যাচ্ছে। আমার আপ্রাণ প্রচেষ্টা থাকবে আপনাদের গোয়ালাবাড়ি গ্রামও যেন আগামীতে সুবিধাবঞ্চিত না থাকে এবং আপনাদের মৌলিক চাহিদাগুলো পূরণ করতে পারি। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাত ধরে আমরা আপনাদের উন্নয়নে কাজ করে যাচ্ছি এবং আশা করি আগামীতেও আপনাদের বিশ্বাসটা ধরে রাখতে পারবো।” উক্ত উটান বৈঠকে সভাপতিত্ব করেন কাশি মালাকার, সভাপতি শক্তি সংঘ সার্বজনীন পূজা কমিটি গোয়ালাবাড়ি।

বক্তব্য রাখেন মোঃ ছোবান আলী, সাংগঠনিক সম্পাদক, জাতীয় শ্রমিকলীগ মৌলভীবাজার। রবি মালাকার, সহ-সভাপতি শক্তি সংঘ সার্বজনিন পূজা কমিটি। ধীরেন্দ মালাকার, সহ-সভাপতি শক্তি সংঘ সার্বজনীন পূজা কমিটি। কাজল মালাকার, সাধারন সম্পাদক শক্তি সংঘ সার্বজনীন পূজা কমিটি।

তাকরীম ফাউন্ডেশন মৌলভীবাজারের টিম প্রধান সাইফুল ইসলাম সরকার, তাকরীম ফাউন্ডেশন মৌলভীবাজারের জেলা টিম সমন্বয়কারী সুমন আহমদ,চন্দন মালাকার,শ্যামল মালাকার,সজল মালাকার,জসিম উদ্দিন,শামীম আহমদ,আউয়াল হোসেন রনি, শাহিন আহমদ, রশিদ আহমদ, মিলন আহমদ, বদরুল আহমদ,সুমা চৌধুরী, ফারজানা আক্তার রেজভী প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সজিব কুমার বৈদ্য।

উঠান বৈঠকের পর স্থানীয় এলাকাবাসীদের নিয়ে মাননীয় সাংসদ অত্র এলাকার অবহেলিত বেহাল সড়ক ও মন্দির পরিদর্শন করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com