শ্রীমঙ্গল চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, গ্রে ফ তার ১
স্টাফ রিপোর্টার : শ্রীমঙ্গল থানা পুলিশের বিশেষ অভিযানে চুরি যাওয়া একটি মোটরসাইকেল উদ্ধার এবং এই ঘটনায় জড়িত একজনকে গ্রেফতার করা হয়েছে।
১২ আগস্ট রাত ১টা থেকে সকাল ৬টার মধ্যে শ্রীমঙ্গল থানাধীন ভূনবীর ইউনিয়নের আলীশারকুল গ্রামের জনৈক মো: ইয়ারুপ মিয়ার বাসার স্টোর রুম থেকে একটি ঐড়হফধ উৎবধস ১১০ এবং একটি উরংপড়াবৎ ১০০ মোটরসাইকেল চুরি হয়ে যায়। এ বিষয়ে ভুক্তভোগী মো: ইয়ারুপ মিয়া শ্রীমঙ্গল থানায় লিখিত অভিযোগ দায়ের করলে থানা পুলিশের একটি বিশেষ টিম তদন্ত শুরু করে।
অফিসার ইনচার্জ মো: আমিনুল ইসলামের দিকনির্দেশনায় এসআই সজীব চৌধুরী সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে গতকাল ২৬ আগস্ট দুপুরে হবিগঞ্জ জেলার বাহুবল থানার পুটিজুরী ইউনিয়নের দিগম্বর বাজার এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশে “কাশফুল” নামক দোকানের সামনে থেকে চুরি হওয়া ঐড়হফধ উৎবধস ১১০ মোটরসাইকেলসহ মো: বাছির মিয়া (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত বাছির মিয়া বাহুবল উপজেলার উত্তর ভবানীপুর গ্রামের বাসিন্দা।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো: আমিনুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। চুরি হওয়া অন্য মোটরসাইকেল উদ্ধার এবং চোর চক্রের অন্য সদস্যদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে।



মন্তব্য করুন