সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক কাউন্সিল ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত

September 14, 2025,

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি মৌলভীবাজার সদর উপজেলা কর্তৃক আয়োজিত অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা ও ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়।

শনিবার ১৩ সেপ্টেম্বর পৌরসভা সভা কক্ষে আয়োজিত অনুষ্ঠানে মৌলভীবাজার সদর উপজেলার প্রায় শতাধিক অবসরপ্রাপ্ত শিক্ষককে বিদায় সংবর্ধনা দেয়া হয়।

উপজেলা সভাপতি রোহেনা আক্তার খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাশিদা আক্তার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, মৌলভীবাজার সদর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জহির উদ্দিন খোকন, অধ্যাপক, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট। কাজী নাদিমুল হক, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার। প্রধান বক্তা মঞ্জু লাল দে, সিনিয়র সহ-সভাপতি কেন্দ্রীয় কমিটি ও জেলা সভাপতি। আরও উপস্থিত ছিলেন মো: আব্দুল বাছিত, সাবেক সভাপতি, মৌলভীবাজার সদর। সঞ্চালনায় ছিলেন মুর্শেদ আহমদ মুন্না ও সুদীপ ভট্টাচার্য।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক শিক্ষক কাউন্সিল অনুষ্ঠিত হয়। এতে সর্বসম্মতিক্রমে সদর উপজেলা কমিটির সভাপতি নির্বাচিত হন খায়রুল আমিন সোহেল, প্রধান শিক্ষক, ছালামীটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সাধারণ সম্পাদক মো: জহির খান, সহকারী শিক্ষক, আমতৈল বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়।

এছাড়া সিনিয়র সহ-সভাপতি পদে সুদীপ ভট্টাচার্য, সহ-সভাপতি পদে আফজল হোসেন, সাংগঠনিক সম্পাদক পদে মলয় দেবনাথ, অর্থ সম্পাদক পদে দিলারা বেগম নির্বাচিত হন। পরবর্তীতে ৩১ সদস্যবিশিষ্ট পূর্নাঙ্গ কমিটির প্রকাশ করা হবে।

অনুষ্ঠানটি অবসরপ্রাপ্ত শিক্ষকগণের এক পুনর্মিলনীতে পরিণত হয়। সকলেই অনেক দিন পর পুরনো সহকর্মীদের কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। অতিথিদের উপস্থিতিতে প্রাণবন্ত, সুন্দর এবং কার্যকর একটি অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় সকলের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com