কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অব্যবস্থাপনা ও ঔষধ জালিয়াতির অভিযোগ
কমলগঞ্জ প্রতিনিধি : কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অব্যবস্থাপনা, অস্বাস্থ্যকর পরিবেশ, জনবল সংকট ও ঔষধ জালিয়াতির অভিযোগ উঠেছে।
রোববার ১৪ সেপ্টেমর এনসিপি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব প্রীতম দাশ হঠাৎ হাসপাতালটি পরিদর্শন করে রোগী, স্বজন ও চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। পরে সাংবাদিকদের তিনি জানান, ৪ লাখ মানুষের সেবার জন্য ৫০ শয্যার এ হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক, নার্স ও পরিছন্নতাকর্মী নেই। ওয়ার্ড ও বাথরুম নোংরা, ছাদ দিয়ে পানি পড়ে, লাইট নষ্ট হয়ে অন্ধকার থাকে। রেজিস্টারে রোগীদের ঔষধ দেওয়া দেখালেও বাস্তবে তা পাওয়া যায় না। রাতে মাদকসেবনসহ নানা অপকর্ম হয় বলেও অভিযোগ করেন তিনি।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে দায়িত্বে থাকা স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুল আলম ভূঁইয়ার আমলে কোনো উন্নয়ন হয়নি, বরং দুর্নীতির মাধ্যমে সম্পদ গড়েছেন তিনি। তবে এ বিষয়ে ভূঁইয়া বলেন, প্রথম শ্রেণির ডাক্তার ও কনসালটেন্টসহ ১৯টি পদের মধ্যে মাত্র ৮টিতে লোক আছে, বাকিগুলো শূন্য।
স্থানীয়দের দাবি, দ্রুত পদক্ষেপ না নিলে এ হাসপাতাল জনস্বাস্থ্যের জন্য বড় ঝুঁকি হয়ে দাঁড়াবে।



মন্তব্য করুন