কমলগঞ্জের শমশেরনগর বাজারে রাস্তার সিসি ঢালাই কাজে অনিয়মের অভিযোগ

September 21, 2025,

প্রনীত রঞ্জন দেবনাথ : কমলগঞ্জ উপজেলার জনগুরুত্বপূর্ণ শমশেরনগর লামাবাজার হতে আব্দুল মছব্বির একাডেমী রাস্তায় সিসি ঢালাই কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। উপজেলা হাটবাজার উন্নয়ন তহবিলের অর্থায়নে প্রকল্প কাজে ৩০২ ফুট রাস্তা সিসি ঢালাই কাজ সম্পন্ন করা হয়েছে। কাজ চলাকালীন সময়ে এলজিইডি প্রকৌশলী অফিসের উপসহকারী প্রকৌশলী উপস্থিত থাকার কথা থাকলেও কাউকে উপস্থিত থাকতে দেখা যায়নি।

জানা যায়, শমশেরনগর লামাবাজার হতে আব্দুল মছব্বির একাডেমী ইটসলিং রাস্তায় ২০২৫-২৬ অর্থ বছরে ৩০২ ফুট দৈর্ঘ্য ও ৮ ফুট প্রস্তে রাস্তায় সিসি ঢালাই প্রকল্প কাজে ৪ লক্ষ টাকা বরাদ্দ প্রদান করা হয়। হাটবাজার উন্নয়ন তহবিল হতে বরাদ্দকৃত টাকায় প্রকল্পের কাজ বাস্তবায়ন করেন শমশেরনগর ইউনিয়ন পরিষদের সদস্য মো. ফজলুর রহমান (দিলদার) ও সানোংয়ার হোসেন। তবে এই কাজে অতি নিম্নমানের সামগ্রী দিয়ে এবং ইষ্টিমিট মোতাবেক কাজ না করে এবং উপজেলা এলজিইডি অফিসের কোন ইঞ্জিনিয়ার কিংবা সাব এসিসট্যান্ট ইঞ্জিনিয়ারের অনুপস্থিতিতে নামকাওয়াস্তে কোন রকমের ঢালাই কাজ দেখিয়ে অর্থ আত্মসাৎ করা হচ্ছে বলে স্থানীয়রা অভিযোগ তুলেছেন।

শমশেরনগর ইউনিয়ন বিএনপি’র সভাপতি এনামুল হক শামীম অভিযোগ করে ংবলেন, এই রাস্তার কাজে অনিয়ম বিষয়ে ইউএনও সাহেবকে অবহিত করা হয়েছে। পূর্বে অভিযোগ দেয়ার পর সাইনবোর্ডের পরিবর্তে কাগজের মধ্যে দেয়ালে সাইনবোর্ড টাঙ্গানো হয়েছে। এছাড়া নিম্নমানের সামগ্রী দিয়ে উপরে উপরে নামমাত্র কাজ করা হচ্ছে। এলজিইডি অফিসের উপসহকারী প্রকৌশলী রাকিবুল ইসলাম আর্থিক সুবিধা গ্রহণ করে এভাবে যার যার ইচ্ছে মতো কাজ করাচ্ছেন। ফলে কিছুদিনের মধ্যেই রাস্তার ঢালাই কাজ ভেঙ্গে পড়তে শুরু করেছে। এভাবে নিম্নমানের কাজে রাস্তা বিনষ্ট করা ঠিক হয়নি।

অভিযোগ বিষয়ে প্রকল্প সভাপতি শমশেরনগর ইউনিয়ন পরিষদের সদস্য মো: ফজলুর রহমান (দিলদার) বলেন, কাজে কোন অনিয়ম দেখছি না। কাজ নিয়ম মোতাবেক সম্পন্ন হয়েছে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর কমলগঞ্জ উপজেলা প্রকৌশলী সাইফুল আজম জানান, বিষয়টি তার জানা নেই।

এ ব্যাপারে কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মাখন চন্দ্র সূত্রধর বলেন, বিষয়টি সরেজমিন তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com