কমলগঞ্জে রক্ত সংগ্রহ ও গ্রুপ নির্নয়

February 22, 2018,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২১ ফেব্রুয়ারী বুধবার সকাল ১টায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা চৌমুহনায় রক্ত সংগ্রহ ও রক্তের গ্রুপ নির্নয় করা হয়।  মণিপুরী ব্লাড ব্যাংকের উদ্যোগে আয়োজিত রক্ত সংগ্রহ ও গ্রুপ নির্নয়ের উদ্বোধন করেন কমলগঞ্জ পৌরসভার মেয়র ও উপজেলা যুবলীগের আহ্বায়ক মো: জুয়েল আহমদ। পরে আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজ অধ্যক্ষ মো: হেলাল উদ্দীন ও বিআরডিবির চেয়ারম্যান ইমতিয়াজ আহমদ (বুলবুুল) এ কর্মসূচী পরিদশন করেন।  আয়োজকরা জানান, রক্ত সংগ্রহের সাথে সাথে বিনা মূল্যে ৩০০ জনের রক্তের গ্রুপ নির্নয় করা হয়।

হয়। তাছাড়া ভাষা আন্দোলনের উপর একটি নাটিকা পরিবেশিত হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com