রেডিও পল্লীকণ্ঠ পরিবারের পক্ষ থেকে ভাষা শহীদের শ্রন্ধাঞ্জলী
February 22, 2018,
স্টাফ রিপোর্টার॥ মহান ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মৌলভীবাজার কেন্দ্রীয় শহীদ মিনাওে আজ বুধবার কমিউনিটি রেডিও পল্লীকণ্ঠ পরিবারের পক্ষ থেকে ফুল দিয়ে সকল ভাষা শহীদের প্রতি বিন¤্র শ্রদ্ধা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন রেডিও পল্লীকণ্ঠের সিনিয়র স্টেশন ম্যানাজার মো: মেহেদি হাসান,রেডিও পল্লীকণ্ঠের প্রোগাম প্রডিউসার আল-আমিন,রেডিও পল্লীকণ্ঠের নিউজ প্রডিউসার তাহমিদ আহমেদ,রেডিও পল্লীকণ্ঠের অনুষ্ঠান প্রযোজক ঝুমন ধর, প্রসেনজিত দাস প্রমুখ।



মন্তব্য করুন