কমলগঞ্জে শিক্ষার্থী সংবর্ধনা

February 22, 2018,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নে পাইওনিযার কিন্ডার গার্টেন স্কুলে ২০১৭ সনের প্রাথমিক সমাপনী পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।

২২ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় নঈনারপার বাজারে স্কুল প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে এ সংবর্ধনা প্রদান করা হয়।

পাইওনিয়ার কিন্ডার গার্টেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি  সমিজ মিয়ার সভাপতিত্বে ও রঞ্জিত অধিকারীর সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র ও উপজেলা যুবলীগের আহ্বায়ক মো: জুয়েল আহমদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আদমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাব্বির আহমদ ভূঁইয়া, পাইওনিয়ার কেজি স্কুল অধ্যক্ষ শেখ লতিফুর রহমান, গুড নেঈবার বাংলাদেশ মৌলভীবাজার এলাকার প্রকল্প ব্যবস্থাপক রিমো রনি হালদার, সাংবাদিক শাব্বির এলাহী, সেনা সদস্য মুজিবুর রহমান ও ছালিক আহমদ ভূঁইয়া।

স্কুল সূত্রে জানা যায়, ২০১৭ সনে প্রাথমিক সমাপনী পরীক্ষায় এ স্কুল থেকে ১১ জন অংশ গ্রহন করে ৩ টি জিপিএ-৫সহ কৃতিত্বের সাথে শতভাগ উত্তীর্ণ হয়। অনুষ্ঠানে উত্তীর্ণ ১১ জন কৃতি শিক্ষার্থীকে ক্রেষ্টসহ বিভিন্ন শিক্ষা উপকরণ প্রদান করা হয়।

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com