আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন : সভাপতি রমাকান্ত, সম্পাদক মিজান নির্বাচিত

February 27, 2018,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচনে এডভোকেট রমাকান্ত দাশগুপ্ত সভাপতি এবং এডভোকেট মিজানুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

২৬ ফ্রেব্রুয়ারি সোমবার অনুষ্ঠিত এ নির্বাচনে ৩৩১ জন ভোটারের মধ্যে ২৯১ জন ভোটাধিকার প্রয়োগ করেন। রাতে ফলাফল ঘোষনা করা হয়।

সভাপতি পদে এডভোকেট রমা কান্ত দাশগুপ্ত ১৬৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকট নিকটতম প্রতিদ্বন্ধি মৌলভীবাজারের পাবলিক প্রসিকিউটর এডভোকেট এএসএম আজাদুর রহমান পেয়েছেন ৯৭ ভোট। বর্তমান সভাপতি এডভোকেট রঞ্জিত কুমার ঘোষ পেয়েছেন ২৯ ভোট।

সাধারণ সম্পাদক পদে বর্তমান সাধারণ সম্পাদক এডভোকেট মিজানুর রহমান ১০৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকতম প্রতিদ্বন্ধি সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট কামরেল আহমদ চৌধুরী পেয়েছেন ১০৫ ভোট। অপর সাধারণ সম্পাদক প্রার্থী এডভোকেট আব্দুল খালিক পেয়েছেন ৭৭ ভোট।

কমিটির অন্যান্য নির্বাচিতরা হলেন, সহ-সভাপতি এডভোকেট শেখ হাবিবুর রহমান (১৬৫ ভোট), সহ-সম্পাদক (সাধারণ) এডভোকেট বদরুল হোসেন ইকবাল (২৪১ ভোট), সহ-সম্পাদক (ক্রীড়া ও সংস্কৃতি) এডভোকেট বকসী জুবায়ের আহমদ (১৬২ ভোট), সদস্য পদে এডভোকেট সেলিমা আক্তার (২২১ ভোট), এডভোকেট আব্দুল মতিন চৌধুরী (১৯৩ ভোট), এডভোকেট পংকজ সরকার (১৮০) ভোট, এডভোকেট সৈয়দ খালেদ আহমদ (১৭২ ভোট) এবং নিতিশ চন্দ্র দাশ (১৫২ ভোট) নির্বাচিত হয়েছেন। সহ-সম্পাদক (লাইব্রেরী) পদে এডভোকেট আলতাফুর রহমান বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন।

এ নির্বাচনে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন এডভোকেট মির্জা সিরাজ উদ্দিন বেগ এবং কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন এডভোকেট আব্দুল মুমিত চৌধুরী।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com