কমলগঞ্জে অসুস্থ শিক্ষার্থী লিমার পাশে গুড নেইবারস বাংলাদেশ
প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের মধ্যভাগ মোকামবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির মেধাবী শিক্ষার্থী লিমা আক্তার (৮) দীর্ঘদিন ধরে হার্টের জটিলতায় আক্রান্ত। তার হার্টে ছিদ্র ও একটি বাল্ব নষ্ট। তার পরিবারের অবস্থাও করুণ। বাবা নুরুল ইসলাম (৪৫) থেকেও নেই। মা বেগম বিবি (৩৬) ও অন্য ২ ভাই বোনকে রেখে তিনি বছর খানেক পূর্বে আরেক বিয়ে করেছেন এবং দ্বিতীয় সংসারের প্রতি মনোযোগী হয়ে লিমাদের প্রতি একেবারেই উদাসীন এখন। এ অবস্থায় বেগম বিবি যখন দু চোখে অন্ধকার দেখছেন। তখন লিমার চাচা আলতাফুর রহমানের সাথে দেখা হয় আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা গুড নেইবারস্ মৌলভীবাজার, মৌলভীবাজার সিডিপির এক স্বেচ্ছাসেবক পার্শ্ববর্তী উত্তরভাগ গ্রামের লিটন মিয়ার সাথে।
লিটন তাদেরকে নিয়ে সংস্থার আদমপুরস্থ কার্যালয়ে প্রকল্প ব্যবস্থাপক রিমো রনি হালদারকে সমস্যার কথা বুঝিয়ে বলে। গুড নেইবারস কর্তৃপক্ষ লিমার অবস্থা বিবেচনা করে ঢাকায় উন্নত চিকিৎসা ও অপারেশনের জন্য সংস্থার উর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করলে তাদের নির্দেশনামতে এ বছরের ২০ জানুয়ারী হার্ট ফাউন্ডেশনের হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ ইলিয়াছ পাটোয়ারীর তত্ত্বাবধানে ঢাকা মেট্রোপলিটন মেডিক্যাল সেন্টার, মহাখালীতে লিমার সফল অপারেশন সম্পন্ন হয়। বর্তমানে সে সুস্থ ও স্বাভাবিক জীবন যাপন করছে। তার সকল চিকিৎসার খরছ বাবদ মোট দুই লক্ষ পনের হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করে গুড নেইবারস্ বাংলাদেশ, মৌলভীবাজার সিডিপি।
সোমবার ২৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় কমলগঞ্জ উপজেলার আদমপুরে সংস্থার মৌলভীবাজার সিডিপি কার্য্যালয়ে স্পেশাল ট্রিটম্যান্ট কেস প্রকল্পের আওতায় এ আর্থিক অনুদানের চেক ও কিছু পুষ্ঠিকর খাবারের প্যাকেট হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন গুড নেইবারস্ বাংলাদেশ, মৌলভীবাজার সিডিপির প্রকল্প ব্যবস্থাপক রিমো রনি হালদার, কমলগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি এম এ ওয়াহিদ রুলু, সাংবাদিক শাব্বির এলাহী, মধ্যভাগ সরকারি স্কুলের সহকারী শিক্ষক আব্দুল আজিম, ডাঃ ইসমাইল হোসেন, ডাঃ শ্রীনিবাস দেব নাথ, লিমা আক্তার, মা বেগম বিবি ও চাচা আলতাফুর রহমান। পরবর্তীতে লিমার চিকিৎসার জন্য গুড নেইবারস আরো পনের হাজার টাকা প্রদান করবে বলে প্রকল্প ব্যবস্থাপক জানান। লিমার পাশে দাঁড়ানোয় গুড নেইবারস এর প্রতি কৃতজ্ঞতা জানান, তার পরিবার।



মন্তব্য করুন