বেদে ও অনগ্রসর জনগোষ্ঠির জীবনমান নিয়ে সেমিনার

February 28, 2018,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে“বেদে ও অনগ্রসর জনগোষ্টির জীবনমান উন্নয়ন কর্মসচির” বাস্তবায়ন সংক্রান্ত সেমিনার অনুষ্ঠিত হয়।

২৮ ফেব্রুয়ারী সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আশরাফুর রহমান এর সভাপতিত্বে এবং সদর উপজেলা সমাজসেবা অফিসার জোবায়েদ আহমদ এর উপস্থাপনায় সেমিনারে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো:তোফায়েল ইসলাম। সেমিনারের শুরুতে বেদে ও অনগ্রর জনগোষ্ঠির জীবনমান নিয়ে স্বাগত বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আদিল মোত্তাকিন।

বক্তব্য রাখেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তর উপ-পরিচালক মো: মিজানুর রহমান সাংবাদিক নজরুল ইসলাম মুহিব, মু.ইমাদ উদ-দীন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদ, হরিজন প্রতিনিধি কান্তি লাল ভাস্কর, বেদে জনগোষ্ঠির প্রতিনিধি শিউলী আক্তার, দলিত জনগোষ্ঠির প্রতিনিধি সাধন রবি দাশ, মিলন রবি দাশ প্রমুখ। জেলা পর্যায়ের সরকারী কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, নির্বাহী প্রকৌশলীগন, ব্যাংকার, সাংবাদিকবৃন্দ সহ  বিভিন্ন পেশার লোকজন অংশ গ্রহন করে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com