মৌলভীবাজারে জেলা বিএনপির লিফলেট বিতরণ
ইমাদ উদ দীন॥ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে বিএনপি’র কেন্দ্র ঘোষিত দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে মৌলভীবাজার শহর জুড়ে জেলা বিএনপি’র ৩টি গ্রুপ পৃথক পৃথক ভাবে লিফলেট বিতরণ করেছে।
বৃহস্পতিবার ১মার্চ দুপুর ১২টার দিকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ভিপি মিজানুর রহমানের নেতৃত্বে শহরের বিভিন্ন স্থানে লিফলেট বিতরন করা হয়। শহরের চৌমুহনা থেকে শুরু করে সমশের নগর সড়ক হয়ে শাহ মোস্তফা কলেজ পর্যন্ত এবং চৌমুহনা হতে আদালত সড়ক পর্যন্ত সাধারণ মানুষের মাঝে এই লিফলেট বিতরন করা হয়। কর্মসূচি চলাকালে জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এদিকে জেলা বিএনপির সহ-সভাপতি মো: আব্দুল মুকিত,আশিক মোশারফ, যুগ্ম সাধারণ সম্পাদক হেলু মিয়া ও সদর পৌর সাধারণ সম্পাদক মনোয়ার আহমদ রহমানসহ জেলা বিএনপির নেতৃবৃন্দের নেতৃত্বে ছাত্রদল,যুবদল, স্বেচ্ছাসেবকদল ও শ্রমিকদলের নেতাকর্মীরা সকাল থেকে শহরের বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করেন।
অপরদিকে দুপুরে একই কর্মসূচি পালন করেন জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ূনের নেতৃত্বাধিন জেলা বিএনপির আরেকটি অংশ। শহরের পশ্চিমবাজার, সৈয়দ মুজতবা আলী সড়ক ও সাইফুর রহমান সড়কে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সাথে নিয়ে চেয়ারপারসনের মুক্তির দাবীতে এই লিফলেট বিতরণ করা হয়। তবে অন্যান্য কর্মসূচিতে পুলিশের হয়রানী ও বাঁধা থাকলেও বৃহস্পতিবারের লিফলেট বিতরণ কর্মসূচিতে তেমন কোন বাঁধা দেয়নি আইনশৃঙ্খলা বাহিনী।



মন্তব্য করুন