কমলগঞ্জে সাব পোষ্ট অফিসে দুবৃত্তদের আগুন
প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ উপজেলার পাত্রখোলা সাব পোষ্ট অফিস এর আওতাধীন গোলেরহাওর ইসলামপুর পোষ্ট অফিসে কোরোসিন ঢেলে আগুন দেয়ার চেষ্টা করেছে দুবৃত্তরা। ঘটনাটি ঘটেছে ৪ মার্চ রোববার দিবাগত রাতে।
জানা যায়, কমলগঞ্জ উপজেলায় ডাক বিভাগের পাত্রখোলা সাব পোষ্ট অফিসের আওতাধীন গোলের হাওর গ্রামে অবস্থিত ইসলামপুর পোষ্ট অফিসে রোববার দিবাগত রাতে কে বা কাারা অফিসের বাশেঁর বেড়ায় কোরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয়। এসময় পাশ দিয়ে যাওয়া এলাকাবাসী আগুন জ্বলতে দেখে চিৎকার করেন। চিৎকার শুনে লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রনে আনেন।
ইসলামপুর এর সাব পোষ্ট মাষ্টার আব্দুল কাদির বলেন, তার বাড়িতে অবস্থানরত পোষ্ট অফিসে রাতে দুবৃত্তরা আগুন লাগিয়ে সরকারী কাগজ পত্র নষ্টার করার চেষ্টা করে। এলাকাবাসী দেখে ফেলায় বড় বিপদ হতে রক্ষা পেয়েছে পোষ্ট অফিস।
এ ব্যাপারে পাত্রখোলা পোষ্ট অফিসের দায়িত্বরত পোষ্ট মাষ্টার আব্দুস শহীদ বলেন, বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়েছে। হয়তো কেউ শত্রুবশত এ ঘটনা ঘটিয়েছে। আগুন দেখে ফেলায় বড় বিপদ হতে পোষ্ট অফিসটি রক্ষা পেয়েছে।



মন্তব্য করুন