কমলগঞ্জে ইউএনও’র হস্তক্ষেপে নবম শ্রেণির ছাত্রীর বাল্য বিবাহ বন্ধ

March 5, 2018,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জে ইউএনও’র হস্তক্ষেপে নবম শ্রেণির ছাত্রীর বাল্য বিবাহ বন্ধ হয়েছে। উপজেলার শমশেরনগর ইউনিয়নের বড়চেগ গ্রামে নবম শ্রেণির এক ছাত্রীর সাথে আলীনগর ইউনিয়নের গকুলনগর গ্রামের রেনু মিয়ার ছেলে দুবাই প্রবাসী সানুর মিয়া (২৬) বিয়ের দিন ছিল ৫ মার্চ সোমবার। এ জন্য বাড়ি ঘর সাজানো থেকে শুরু করে কনের বাড়িতে বিয়ের তোরণও নির্মাণ করা হয়েছিল। ঘটনাটি শুনে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) থানার ওসিকে নিয়ে আকস্মিক অভিযান চালালে বাল্য বিবাহের হাত থেকে রক্ষা পেল স্কুল ছাত্রীটি। সে সে শমশেরনগর হাজী মোঃ উস্তওয়ার বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী এবং বড়চেগ গ্রামের ইসমাইল মিয়ার মেয়ে। 

কনে স্কুল ছাত্রী বলে বিয়েতে কোন ঝামেলা যাতে না হয় সে জন্য নতুন করে তার একটি জন্ম নিবন্ধন বানানো হয় জন্ম ২০০১ সাল উল্লেখ করে। অথচ বিদ্যালয় রেজিষ্টার অনুযায়ী দেখা যায়, ৩ জুলাই ২০০৩ সালে তার জন্ম। গোপন সংবাদের ভিত্তিতে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক ও কমলগঞ্জ থানার ওসি মোঃ মোত্তাদির হোসেন পিপিএম সোমবার দুপুরে বড়চেগ গ্রামে অভিযান চালান। এ সময় শমশেরনগর ইউপি চেয়ারম্যান জুয়েল আহমদসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযানকালে কনে নবম শ্রেণির ছাত্রী ও জন্ম নিবন্ধন সঠিক নয় বিধায় এ বিয়ের আনুষ্ঠানিকতা বন্ধ করে কনের (ছাত্রীর) বাবা ইসমাইল মিয়াকে আটক করে থানায় নিয়ে যান। ইউএনওর অভিযান শুনে বরপক্ষও আর বরযাত্রী নিয়ে আসেনি।

কমলগঞ্জ থানার ওসি মো: মোক্তাদির হোসেন পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসলেই কনে স্কুল ছাত্রী। তাই নির্বাহী কর্মকর্তা মেয়ের বাবা ইসমাইল মিয়াকে আটক করে থানায় রেখেছেনে। নির্বাহী কর্মকর্তা জরুরী ভিত্তিতে একটি সরকারী কাজে ব্যস্ত হয়ে পড়ায় এখনও পূর্ণাঙ্গ সিদ্ধান্ত দিতে পারেননি বলে ছাত্রীর বাবা এখনও থানা হাজতে আছে।

সোমবার বিকালে কয়েক দফা উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করেও পাওয়া যায়নি। তবে আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল হক বাদশা ও শমশেরনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুয়েল আহমদ ইউএনও’র হস্তক্ষেপে নবম শ্রেণির ছাত্রী বাল্য বিবাহের হাত থেকে রক্ষার সত্যতা নিশ্চিত করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com