জাফর ইকবালকে হত্যাচেষ্টার প্রতিবাদে মৌলভীবাজারে মানববন্ধন
স্টাফ রিপোর্টার॥ লেখক অধ্যাপক জাফর ইকবালকে হত্যাচেষ্টার প্রতিবাদে মৌলভীবাজারে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে সম্মিলিত সামাজিক আন্দোলন মৌলভীবাজার জেলা শাখা।
৬ মার্চ মঙ্গলবার দুপুরে শহরের কোর্ট রোডস্থ প্রেসক্লাবের সম্মুখে অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন, সম্মিলিত সামাজিক আন্দোলন মৌলভীবাজার জেলা শাখার সভাপতি বকসি ইকবাল আহমদ।
মাহমুদুর রহমানের সঞ্চালনায় এসময় বক্তব্য দেন, অনলাইন নিউজপোর্টাল মৌলভীবাজারটুয়েন্টিফোর সম্পাদক মাহবুবুর রহমান রাহেল, অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মতিউর রহমান, ফটোনিউজবিডি সম্পাদক এমদাদুল হক, দেশপক্ষ বার্তা সম্পাদক বেলাল তালুকদার প্রমুখ।
এসময় বক্তারা বলেন, এর আগে প্রগতিশীল মানুষদের উপর হামলা ও অনেককে হত্যা করা হয় কিš‘ সেসব ঘটনায় প্রকৃত তদন্ত ও বিচার না হওয়ায় ধর্মান্ধরা উৎসাহ পা”েছ। অবিলম্বে এই ঘটনার বিচারের আহবান জানান তারা।
।



মন্তব্য করুন