কমলগঞ্জের আদমপুরে সমৃদ্ধি কর্মসুচির সাংস্কৃতিক অনুষ্ঠান ও পটগান অনুষ্ঠিত
প্রনীত রঞ্জন দেবনাথ॥ পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন- পিকেএসএফ এর অর্থায়নে কমলগঞ্জে শুরু হচ্ছে দারিদ্র্য দূরীকরণের লক্ষ্যে দারিদ্র পরিবার সমূহের সম্পদ ও সক্ষমতা বৃদ্ধি কর্মসূচি “সমৃদ্ধি ”। পিকেএসএফ এর সহযোগি সংস্থা হীড বাংলাদেশ এর আয়োজনে সমৃদ্ধি কার্যক্রমের আওতায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের ঘোড়ামারা দক্ষিণ মন্ডপে ৬ মার্চ মঙ্গলবার বিকাল ৫টায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও পটগানের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন ৭নং আদমপুর ইউপি চেয়ারম্যান মোঃ আবদাল হোসেন।
বাংলাদেশ মণিপুরী আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সমরজিত সিংহের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সমৃদ্ধি কর্মসুচীর আদমপুর ইউনিয়নের কো-অর্ডিনেটর মো: আমিনুল হক। হীড বাংলাদেশ চ্যালেঞ্জ টিবির কর্মকর্তা রবীন্দ্র কুমার সিংহের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ রসমোহন সিংহ, তেতইগাঁও রশিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আব্দুল মতিন, সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, সাংবাদিক শাব্বির এলাহী, হীড বাংলাদেশ এর লিয়াঁজো অফিসার নুরে আলম, সাংস্কৃতিক টিম লিডার দেবাশীষ মজুমদার, এলাকা হিসাব রক্ষক ও মনিটরিং অফিসার মো: ফয়জুল্লাহ রুবেল, নারীনেত্রী শিক্ষিা বিলকিস বেগম প্রমুখ। সবশেষে সমৃদ্ধি কর্মসুচির সাংস্কৃতিক অনুষ্ঠান ও পটগানে বিপুল সংখ্যক শ্রোতা ও দর্শকের আগমন ঘটে।
সমৃদ্ধি কর্মসূচির আদমপুর ইউনিয়নের কো-অর্ডিনেটর মো: আমিনুল হক জানান, সমৃদ্ধি কর্মসুচির পটগান ও সাংস্কৃতিক অনুষ্ঠনে সমাবেত শ্রোতা ও দর্শকের আগমনে স্বাস্থ্যশিক্ষা, স্যানিটেশন, বাল্যবিবাহ, মাদকাসক্তি ও যৌন হয়রানিসহ বিভিন্ন বিষয় সচেতনতা মূলক সাংস্কৃতিক অনুষ্ঠান পটগানের মাধ্যমে যুব সমাজকে সচেতন করার জন্য হীড বাংলাদেশে এর সাংস্কৃতিক দল এর উদ্যোগে এ গানের আয়োজন করা হয়েছে। হীড বাংলাদেশের শিল্পী গোষ্ঠীর শিল্পীদের পরিবেশনায় পটগান শত শত দর্শকবৃন্দ গভীর আগ্রহ সহকারে উপভোগ করেন। পরে হীড বাংলাদেশের শিল্পী ও স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সংগীত অনুষ্ঠান পরিবেশিত হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, টেকসই উন্নয়ন করতে হলে সাধারণ মানুষকে কেন্দ্রে রাখতে হবে। দারিদ্রতা আমাদের অনেক কমেছে। কিন্তু দরিদ্রতার নানা দিক রয়েছে। শিক্ষা, স্বাস্থ্যসহ আর্থিক সেবায় মানুষকে এগিয়ে নিতে হবে। উল্লেখ্য, “দারিদ্র দূরীকরণের লক্ষ্যে দরিদ্র পরিবার সমূহ ও সক্ষমতা বৃদ্ধি” (সমৃদ্ধি) শীর্ষক সমন্বিত কর্মসূচি পিকেএসএফ এর সহায়তায় মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ৭নং আদমপুর ইউনিয়নে বাস্তবায়িত হচ্ছে।



মন্তব্য করুন