বড়লেখায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেপ্তার ২

March 6, 2018,

বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখায় হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী মুকলেছ উদ্দিন (৪৫) ও বোবারথলের আব্দুস ছালাম হত্যা মামলার গ্রেপ্তারী পরোয়ানাভুক্ত পলাতক আসামী বাবুল মিয়াকে (৩৮) পুলিশ গ্রেপ্তার করেছে। মুকলেছ উদ্দিন উপজেলার নিজবাহাদুরপুর ইউনিয়নের পকুয়া গ্রামের মৃত মনাফ আলীর ছেলে এবং বাবুল মিয়া উপজেলার দক্ষিণ শাহবাজাপুর ইউনিয়নের বোবারথল গ্রামের মৃত আব্দুন নূরের ছেলে। সোমবার ৫ মার্চ রাতে থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম এবং সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সাইফুল আলম পৃথক অভিযানে তাদেরকে গ্রেপ্তার করেন।

পুলিশ জানিয়েছে, জি.আর ২১/২০০৫ (বড়লেখা) নং হত্যা মামলার রায়ে আদালত মুকলেছ উদ্দিনের বিরুদ্ধে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড, ১ লাখ টাকা অর্থদন্ড, অনাদায়ে আরো ১ বছরের কারাদন্ডের আদেশ দেন। রায়ের পর থেকে মুকলেছ উদ্দিন পলাতক ছিলেন।

এদিকে ২০১১ সালে উপজেলার সীমান্তবর্তী বোবারথল এলাকায় আব্দুস ছালাম নামে এক ব্যক্তি নির্মমভাবে খুন হন। বড়লেখা থানার জি.আর ২৯/১১ নং মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামী বাবুল মিয়া দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। 

থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ সহিদুর রহমান সাজাপ্রাপ্ত পলাতক আসামী মুকলেছ উদ্দিন ও হত্যা মামলার পরোয়ানাভুক্ত আসামী বাবুল মিয়াকে গ্রেফতারের সত্যতা স্বীকার করে জানান মঙ্গলবার আদালতের মাধ্যমে গ্রেপ্তারকৃত ২ আসামীকে জেল হাজতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com