কমলগঞ্জে মির্জাপুর নবীন সেবা সংঘের উদ্যোগে গুণীজন সংবর্ধনা ও ছাত্র ছাত্রীদের পোশাক বিতরণ
প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের নবীন সেবা সংঘ মির্জাপুর সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে গুণীজন সংবর্ধনা, ছাত্রছাত্রীদের মধ্যে পোশাক ও সংস্থার নতুন কার্যালয়ের শুভ উদ্বোধন মঙ্গলবার ৬ মার্চ সন্ধ্যা ৭ ঘটিকায় শহীদনগর বাজারে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আশরাফুল আলম খান। অনুষ্ঠানে ভাষা সৈনিক প্রখ্যাত চা শ্রমিক নেতা মো: মফিজ আলী (মরণোত্তর), ভাষা সৈনিক, সাংবাদিক সৈয়দ মতিউর রহমান (মরণোত্তার), সাংবাদিকতায় বাংলা একাডেমীর পুরুষ্কারপ্রাপ্ত, যুক্তরাজ্য প্রবাসী লেখক-সাংবাদিক ইসহাক কাজল, সমাজ সেবায় অবসরপ্রাপ্ত উপজেলা সমাজ সেবা অফিসার সরজিত কুমার পাল ও সমাজ সেবায় কমলগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি আব্দুল হান্নান চিনুকে সম্মাননা প্রদান করা হয়।
নবীন সেবা সংঘ মির্জাপুর সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মো: জসিম মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ ফজলুর রহমান ও যুগ্ম সম্পাদক জুনেদ আহমদের যৌথ পরিচালনায় সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ তফাদার রিজুয়ানা ইয়াসমিন সুমী, পতনঊষার ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার তওফিক আহমদ বাবু, মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির এলাকা পরিচালক প্রভাষক মোহাম্মদ আব্দুল আহাদ, শহীদনগর বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি অলি আহমদ খান, স্থানীয় ইউপি সদস্য হাজী আব্দুল খালিক কবির। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, সাংবাদিক নুরুল মোহাইমীন মিল্টন, শহীদনগর বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আবুল বশর জিল্লুল, শামসুর রহমান, নাট্য ব্যক্তিত্ব শাহানুর চৌধুরী, সংস্থার প্রতিষ্ঠাতা পরিষদ সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক জাহিদ হাসান জাহিদ হাসান, জালাল চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানে ভাষা সৈনিক- মো: মফিজ আলী (মরণোত্তর,) ভাষা সৈনিক- সৈয়দ মতিউর রহমান (মরণোত্তর), সাংবাদিকতায়- ইসহাক কাজল, সমাজ সেবায় সরজিত কুমার পাল ও আব্দুল হান্নান চিনু-কে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। পরে দরিদ্র ছাত্রছাত্রীদের মধ্যে পোষাক বিতরণ ও সংস্থার নতুন কার্যালয় উদ্বোধন করেন প্রধান অতিথি মৌলভীবাজার জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আশরাফুল আলম খান।



মন্তব্য করুন