ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে কমলগঞ্জ উপজেলা যুবলীগের আনন্দ শোভাযাত্রা ও পথসভা
প্রনীত রঞ্জন দেবনাথ॥ ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা যুবলীগ এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও পথসভার আয়োজন করে। সারাদিন পৌরসভা প্রাঙ্গণে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ প্রচার শেষে বিকাল চারটায় কমলগঞ্জ পৌরসভা প্রাঙ্গণ থেকে কয়েকশত যুবলীগ নেতাকর্মী ও সমর্থকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে
কমলগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক ও পৌর মেয়র মোঃ জুয়েল আহমেদের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক আব্দুল মালিক বাবুলের সঞ্চালনায় ভানুগাছ চৌমুহনা চত্বরে অনুষ্টিত পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম, মোসাদ্দেক আহমেদ মানিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক প্রভাষক হারুনুর রশিদ ভূইঁয়া, কমলগঞ্জ সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান-১ সুলেমান হোসেন ভুট্টো, পৌর কাউন্সিলর দেওয়ান আব্দুর রহিম মুহিন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সায়েক আহমেদ, সদস্য সানোয়ার হোসেন, মোস্তাফিজুর রহমান, মইনুল খাঁন, নুরুল ইসলাম ইলিয়াছ, আলাল আহমেদ, হারুন আহমেদ, উপজেলা ছাত্রলীগ সভাপতি রাহাত ইমতিয়াজ রিপুল, সাধারণ সম্পাদক সাকের আলী সজিব প্রমূখ।



মন্তব্য করুন