কমলগঞ্জের শমশেরনগর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত শমশেরনগর থানা বাস্তবায়ন একাদশ চ্যাম্পিয়ান
প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চা বাগান মাঠে শনিবার ১৭ মার্চ বিকেলে শমশেরনগর স্থায়ী গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট-২০১৮ এর ফাইনাল খেলায় হবিগঞ্জ খেলোয়াড় কল্যাণ সমিতিকে ট্রাইবেকারে ৪-২ গোলে পরাজিত করে শমশেরনগর থানা বাস্তবায়ন একাদশ চ্যাম্পিয়ান হয়। ফাইনাল খেলায় বিজয়ী দলের সুজন ম্যান অব দা ম্যাচ নির্বাচিত হন। এছাড়া ম্যান অব দ্যা টূর্ণামেন্ট নির্বাচিত হন হবিগঞ্জ খেলোয়াড় কল্যাণ সমিতির রঞ্জন। নির্ধারিত সময়ে ০-০ গোলে ড্র হয়। খেলায় মোট ১৬ টি দল অংশগ্রহণ করে।
খেলা পরিচালনা কমিটির আহবায়ক শমশেরনগর ইউপি চেয়ারম্যান জুয়েল আহমদ এর সভাপতিত্বে ও সদস্য সচিব সৈয়দ ইশতিয়াক আহমদ বাবেল এর সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য, কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মো: রফিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহমুদুল হক, কমলগঞ্জ থানার ওসি মোঃ মোকতাদির হোসেন পিপিএম, ওসি (তদন্ত) মোঃ নজরুল ইসলাম, শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ অরুপ কুমার চৌধুরী, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রাম ভজন কৈরী, বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অব:) সাজ্জাদুর রহমান, কমলগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি এম এ ওয়াহিদ রুলুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।



মন্তব্য করুন