ডিবেটিং ক্লাবের উদ্যোগে আন্ত: স্কুল বিতর্ক উৎসব শুরু
স্টাফ রিপোর্টার॥ “বিতর্ক ধারায় ঘুচবে আঁধার” এই স্লোগানকে ধারন করে মৌলভীবাজারে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মৌলভীবাজার ডিবেটিং ক্লাবের উদ্যোগে আন্ত:স্কুল বিতর্ক ২০১৮ এর উদ্বোধন অনুষ্ঠিত।
১৯ মার্চ সোমবার দুপুরে বিতর্ক উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে চৌধুরী মোহাম্মদ মেরাজের পরিচালনায়, আহমদ সাদীর সভাপতিত্বে হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয়।
এতে অতিথি ছিলেন, জেলা শিক্ষা অফিসার আবু সাইদ মুহাম্মদ আব্দুল ওয়াদুদ,বিশেষ অতিতি ছিলেন,জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান হাসান আহমদ জাবেদ, হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাশেদা বেগম, জেলা শিক্ষা অফিসের গবেষনা কর্মকর্তা মিজানুর রহমান প্রমুখ।
এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
তিন ব্যাপি বিতর্ক উৎসবের ১ম দিনে ৬ টি শিক্ষা প্রতিষ্টান অংশ গ্রহন করে, এসব শিক্ষা প্রতিষ্ঠান হলো মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয়,দি ফ্লাওয়ার্স কেজি এন্ড হাই স্কুল,আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয,হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়,শাহ হেলাল উচ্চ বিদ্যালয়,ও মৌলভীবাজার জামেয়া ইসলামিয়া দাখিল মদ্রাসা।
বিতর্ক উৎসবের ১ম দিনে বিচারক ছিলেন, মৌলভীবাজার ডিবেটিং ক্লাবের প্রতিষ্টাতা সভাপতি,উমর ফারুক টিপু ও প্রতিষ্ঠাতা সেক্রেটারী সাংবাদিক এমদাদুল হক। এবং স্পীকার ছিলেন আহমদ সাদী।



মন্তব্য করুন