কমলগঞ্জে বিশ্ব যক্ষ্মা দিবস পালন

March 24, 2018,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ ‘নেতৃত্ব চাই যক্ষ্মা নির্মূলে, ইতিহাস গড়ি সবাই মিলে’ এই প্রতিপাদ্য নিয়ে কমলগঞ্জে র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হয়েছে বিশ্ব যক্ষ্মা দিবস।

দিবসটি উপলক্ষে উপজেলা স্বাস্থ্য বিভাগ ও হীড বাংলাদেশ এর আয়োজনে ২৪ মার্চ শনিবার সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে র‌্যালী বের হয়। র‌্যালী শেষে স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ ইয়াহইয়ার সভাপতিত্বে ও শামসুর রাজা চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসাবে আলোচনা করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর চিকিৎসক মুন্না সিনহা, চ্যালেঞ্জ টিবি বাংলাদেশ (সিটিবি) প্রজেক্টের মৌলভীবাজার জেলা প্রকল্প কর্মকর্তা তাপস বাড়ৈ, চ্যালেঞ্জ টিবি উপজেলা সুপারভাইজার রবীন্দ্র কুমার সিনহা, সাংবাদিক নূরুল মোহাইমীন মিল্টন প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com