শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলেমহান স্বাধীনতা দিবস উদযাপন
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০১৮ উদযাপন উপলক্ষে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে সোমবার ২৬ মার্চ সকাল ১০টায়, শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের উদ্যোগে কালিঘাট রোডস্থ শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল ক্যাম্পাসে ‘লাল সবুজের পতাকা আমাদের গৌরব’শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রিন্সিপাল লেখক এহসান বিন মুজাহিরের সভাপতিত্বে ও ভাইস প্রিন্সিপাল মোঃ শামীম মিয়ার সঞ্চালনায় সভায় প্রধান অতিথি বক্তব্য করেন শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ইসমাইল মাহমুদ।
বিশেষ অতিথির বক্তৃতা করেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক, বাংলাদেশ বেতারের শ্রীমঙ্গল ও কমলগঞ্জ প্রতিনিধি মামুন আহমেদ,বিশিষ্ট আলেম মাওলানা এম এ রহীম নোমানী, মুসলিমবাগ ইসলামিয়া হাফিজিয়া মাদরাসার প্রিন্সিপাল হাফেজ শুয়াইবুর রহমান চৌধুরী প্রমুখ।
সভায় আরও উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের সহকারীি শক্ষক আশিকুর রহমান চৌধুরী, মুহাম্মদ আতিকুর রহমান, আব্দুর রাজ্জাক, শারমিন জান্নাত ও জাকিয়া আক্তার।



মন্তব্য করুন