কমলগঞ্জ পৌরসভায় মশারী বিতরন
March 31, 2018,
কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ পৌর মেয়রের ব্যক্তিগত কার্যালয়ে ২৭ মার্চ মঙ্গলবার সকাল ১০ টায় পৌর এলাকার ৩নং ওয়ার্ডের নছরতপুর গ্রামের ৪শ হতদরিদ্র পরিবারকে ম্যালেরিয়া মুক্ত কর্মসূচীর আওতায় কীটনাশক মশারি বিতরণ করা হয়েছে।
ব্র্যাক ম্যালেরিয়া কর্মসূচীর ব্যবস্থাপক শাহানা আক্তারের সভাপতিত্বে ও কয়েছ আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মোঃ জুয়েল আহমেদ। বিশেষ অতিথি ছিলেন কাউন্সিলর আনসার শোকরানা মান্না, মুসলিমা বেগম,রুশন আহমদ মাল্লু , আব্দুল আমিন, হাজের বেগম, কুলসুমআরা, সুফিয়া, আকিজা বিবি, ফুলবানু প্রমুখ।



মন্তব্য করুন