কমলগঞ্জে ছাত্র বৃত্তি প্রদান

March 31, 2018,

কমলগঞ্জ প্রতিনিধি:   মৌলভীবাজারের কমলগঞ্জে যুক্তরাজ্য ভিত্তিক বেসরকারী স্বেচ্ছাসেবী সংগঠন অরপান ইন-একশন ১৫ জন দরিদ্র মেধাবী শিক্ষার্থীকে ছাত্র বৃত্তি হিসাবে নগদ অর্থ প্রদান করে।

২৭ মার্চ মঙ্গলবার দুপুর ১২ টায় কমলগঞ্জ আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজে আনুষ্ঠানিকভাবে ছাত্র বৃত্তির এ অর্থ প্রদান করা হয়।

অরপান-ইন-একশন কমলগঞ্জ শাখার সভাপতি লেখক-গবেষক ও সমাজ সেবক আহমদ সিরাজের সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক কামরুল হাসান চৌধুরীর সঞ্চালনায় বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজ অধ্যক্ষ মো: হেলাল উদ্দিন।

সংগঠন সূত্রে জানা যায়, মঙ্গলবার কমলগঞ্জ উপজেলার দুটি কলেজ, দুটি উচ্চ বিদ্যালয় ও মৌলভীবাজারের দুটি কলেজে অধ্যয়নরত দরিদ্র মেধাবী ১৫ জন শিক্ষার্থীকে নগদ ২ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com