বড়লেখায় মোটরসাইকেল চুরির দায়ে ৩ যুবকের সাজা
আব্দুর রব॥ বড়লেখায় দিনে দুপুরে পালসার মোটরসাইকেল চুরির ঘটনায় ৩ যুবকের প্রত্যেককে ১ বছরের সশ্রম কারাদ-, ৫ হাজার টাকা করে অর্থদ-, অনাদায়ে আরো ১ মাসের বিনাশ্রম কারাদ-ের রায় দিয়েছেন আদালত। বড়লেখা সিনিয়র জুডিশিয়েল ম্যাজিস্ট্রেট মো. হাসান জামান বুধবার দুপুরে জনাকীর্ণ আদালতে আসামী সেলিম আহমদ, ছাব্বির আহমদ ও মঞ্জু আহমদের বিরুদ্ধে রায় ঘোষনা করেন।
আদালত সুত্রে জানা গেছে, ২০১৬ সালের ১৮ নভেম্বর জুড়ী উপজেলার সারগরনাল ইউপির বিরইনতলা গ্রামের দছির উদ্দিন মেম্বার ১৫০ সিসি পালসার মোটরসাইকেল যোগে বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়নে আত্মীয়ের বাড়ি যাচ্ছিলেন। দুপুর দেড়টায় সুজানগরের বড়থল জামে মসজিদের সামনে মোটরসাইকেল রেখে তিনি জোহরের নামাজ আদায় করতে মসজিদে প্রবেশ করেন। নামাজ পড়ে বেরিয়ে দেখেন তার মোটরসাইকেলটি উধাও। এঘটনায় আসামীদের বিরুদ্ধে তিনি মামলা করেন। বাদি পক্ষে মামলা পরিচালনা করেন এপিপি অ্যাডভোকেট গোপাল দত্ত ও সিএসআই সুমন চন্দ্র হাজরা।
বড়লেখা সিনিয়র জুডিশিয়েল ম্যাজিস্ট্রেট আদালতের সহকারী আইন কর্মকর্তা গোপাল দত্ত রায় ঘোষণার সত্যতা স্বীকার করেছেন।



মন্তব্য করুন