কমলগঞ্জে তিন দিনব্যাপী ইন্দো-বাংলা মণিপুরী সাংস্কৃতিক উৎসব সম্পন্ন

April 1, 2018,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের তেতইগাঁস্থ মণিপুরী কালচারাল কমপ্লেক্সে তিন দিনব্যাপী ইন্দো-বাংলা মণিপুরী সাংস্কৃতিক উৎসব সম্পন্ন হয়েছে।
৩১ মার্চ শনিবার সন্ধ্যা সাড়ে ৬ টায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংস্কৃতি মন্ত্রনালয়েরর সচিব মো: নাসির উদ্দিন আহমেদ।
বাংলাদেশ সুপ্রিম কোর্ট এর এডভোকেট এস.সি.সিনহা’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শশী কুমার সিনহা, বিএসইসি’র অতিরিক্ত সচিব কঙখাম নীলমনি সিনহা, সিলেট বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার আজম খাঁন, মৌলভীবাজারের জেলা প্রশাসক মো: তোফায়েল ইসলাম, কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহমুদুল হক ও ভারতের মণিপুর রাজ্যের দেশপ্রেমী লেখক ফোরামের সাধারণ সম্পাদক রাখেশ নাঙরেম প্রমুখ।
তিন দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল- ইন্দো-বাংলার মণিপুরীদের সোসিও ইকোনমিক-সংস্কৃতি সম্পর্কিত চ্যালেঞ্জ বিষয়ক সেমিনার, পারস্পরিক মতবিনিময়, কবিতা পাঠের আসর, খেলাধুলা, মেলা, সঙ্গীত, নৃত্য, নাটক এবং বাংলাদেশ ও ভারতে অবস্থানকারী মণিপুরী প্রতিনিধিত্বশীল শিল্পী ও সংস্কৃতিকর্মীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
উল্লেখ্য, ২৯ মার্চ বৃহষ্পতিবার সন্ধ্যায় তিন দিনব্যাপী ইন্দো-বাংলা মণিপুরী সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন করেন অর্থ প্রতিমন্ত্রী এম, এ, মান্নান এমপি।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com