কমলগঞ্জে ঘূর্ণিঝড়ে মণিপুরী যুবকল্যাণ সমিতির কার্যালয় তছনছ
প্রনীত রঞ্জন দেবনাথ॥ ৩০ মার্চ শুক্রবার রাতে কমলগঞ্জ উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া ঘূর্ণিঝড়ে মাধবপুর ইউনিয়নের শিববাজারে অবস্থিত বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের ঐতিহ্যবাহী যুব সংগঠন “বাংলাদেশ মণিপুরী যুবকল্যাণ সমিতি’র কেন্দ্রীয় কার্যালয় লন্ডভন্ড হয়েছে। ঘূর্ণিঝড়ে এই কার্যালয়ের চালের টিনগুলো উড়ে গিয়ে কার্যালয়টি লন্ডভন্ড হয়ে যায়।
বাংলাদেশ মণিপুরী যুবকল্যাণ সমিতির কেন্দ্রীয় সভাপতি নিখিল কুমার সিংহ ও সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার সিংহ জানান, কমলগঞ্জের মাধবপুর ইউনিয়নের শিববাজার মণিপুরী ললিতকলা একাডেমি সংলগ্ন বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের ঐতিহ্যবাহী যুব সংগঠন “বাংলাদেশ মণিপুরী যুবকল্যাণ সমিতি’র কেন্দ্রীয় কার্যালয়ের আসবাবপত্রসহ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে। এই কার্যালয়ে বিভিন্ন সভা, সেমিনার, আলোচনা সভাসহ মণিপুরী সমাজের নানা ধরণের অনুষ্ঠান করা হয়।



মন্তব্য করুন