কমলগঞ্জে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ পালন

April 2, 2018,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ বন্ধ হলে দুর্নীতি,  উন্নয়নে আসবে গতি” এই প্রতিপাদ্য বিষয়কে  সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও সততা সংঘের আয়োজনে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহের কর্মসূচির অংশ হিসাবে ২ এপ্রিল সোমবার সকাল ১০ ঘটিকার সময় রহিমপুর ইউনিয়নের অভয়চরন উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়।

অভয়চরন উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোঃ সাজ্জাদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুল হান্নান চিনু, শিক্ষক নিহারেন্দ্র দেব, স্বাস্থ্য কর্মী শশাংক দেব, মৌমিতা দেবী, রুহুল আমিন প্রমুখ।

আলোচনা সভা শেষে সততা সংঘের ছাত্র-ছাত্রীদেরকে নিয়ে র‌্যালি বের হয় এবং জাতীয় দিবস পালন, সরকারী কর্মকর্তাদের নিয়ে মত বিনিময়, দুর্নীতি বিরোধী ছবি প্রদর্শন, পথ নাটক, সপ্তাহ ব্যাপী নানান কর্মসূচি পালন করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com