কমলগঞ্জে কলেজ ছাত্রীর শ্লীলতাহানী চেষ্টা  প্রধান আসামীকে গ্রেফতারের দাবীতে মানববন্ধন

April 4, 2018,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার জেনুইন কম্পিউটার ট্রেনিং সেন্টার থেকে বাড়ি ফেরার পথে সিএনজি-অটোরিক্সায় মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের রাষ্ট বিজ্ঞানের অনার্স ১ম বর্ষের মেধাবী ছাত্রীকে শ্লীলতাহানীর চেষ্টার প্রতিবাদে মুন্সীবাজার কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের আয়োজনে বিদ্যালয়ের সম্মুখে ৪ মার্চ বুধবার সকাল ১০ টায় এক বিরাট মানববন্ধন কর্মসুচী পালিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সত্যেন্দ্র কুমার পালের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন বিদ্যালয়ের শিক্ষক ওবায়দুল হক, শিক্ষানুরাগী সদস্য হামিদুল হক চৌধুরী বাবর, সাবেক ম্যানেজিং কমিটির সদস্য ইলিয়াছুর রহমান, কবি শহীদুর রহমান সায়েদ, কেজি স্কুলের শিক্ষক ঝলক দত্ত, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র রাহাত চৌধুরী, জনি চৌধুরী প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মুন্সীবাজার ব্যবসায়ী সমিতি, শিক্ষক, সাংবাদিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ মানববন্ধনে একাত্বতা প্রকাশ করেন।  এ সময় বক্তারা অবিলম্বে মামলার প্রধান আসামী সিএনজি অটোরিক্সা চালক আব্দুল মতলিবকে দ্রুত গ্রেফতার করে দুষ্টান্তমূলক শাস্তির জোর দাবী জানান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com