সাবেক সেনা কর্মকর্তা সৈয়দ তৈয়ব আলী ইন্তেকাল
April 7, 2018,
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলার ১নং খলিলপুর ইউনিয়নের হলিমপুর গ্রামের সাবেক সেনা কর্মকর্তা সৈয়দ তৈয়ব আলী(৮০) ৬ এপ্রিল শুক্রবার ভোওে ঢাকা সিএম এইচ হাসপাতালে ইন্তেকাল করেন ।
পরে উনার লাশ দাফনের জন্য গ্রামের বাড়ী হলিমপুর ঈদগাহে বাদ আসর নামাজে জানাযা শেে ষপারিবারিক কবর স্থানে রাষ্ঠ্রীয় মর্যাদায় দাফন করা হয়। সিলেট সেনানিবাস থেকে লেফটেন্টে আবিরএর নেত্রীত্বে ২০ জনের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। তিনি স্ত্রী,তিন ছেলে দুই মেয়ে অসংখ্য গুনগ্রাহী রেখে যান।



মন্তব্য করুন