ইটভাটাসহ চার ব্যবসায়ী প্রতিষ্টানকে জরিমানা কমলগঞ্জে ভোক্তা অধিকার অধিদপ্ত’র অভিযান
স্টাফ রিপোর্টার॥ কমলগঞ্জ উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয় ইটভাটাসহ বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে।
১০ এপ্রিল মঙ্গলবার কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল-আমিন এ অভিযান চালান। এক প্রেসজ্ঞিপ্তিতে তিনি জানান, অভিযানকালে ইট তৈরির ফর্মাতে কারচুপি, নির্ধারিত পরিমাপের ইট বিক্রি না করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপন্য তৈরি, রাস্তার পাশে খোলা খাবার বিক্রি, মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি, কম ওজনের বাটখারা ব্যবহার করে কৃষকদের কাছে সার বিক্রি ও যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে সনদ না নেয়ায় চারটি প্রতিষ্টানকে ৭৩ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানকালে ইটের সাইজ ২৪ সেঃ মিঃ এর স্থলে ২২ সেঃ মিঃ ও ইটের ভেতরের খালি যায়গা ১৩ সেঃ মিঃ স্থলে ১৮ সেঃ মিঃ করে ভোক্তাদের টকানোর দায়ে মেসার্স মহসীন ব্রিকস ফিল্ডকে ৪০ হাজার , পালিতকোনা, বৃন্দাবনপুর এলাকার মেসার্স এস. কে. ব্রিকস ফিল্ডকে ৩০ হাজার, পতনউষার এলাকার শিমলা হোটেল এন্ড রেস্টুরেন্টকে ১ হাজার ও একই এলাকার মেসার্স শরীফ ট্রেডার্সকে আরো ২ হাজার টাকা জরিমানা করা হয়।



মন্তব্য করুন