কমলগঞ্জে ১ কোটি ৪৮ লক্ষ ২৮ হাজার টাকা ব্যয়ে বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন

April 12, 2018,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নে ১ কোটি ৪৮ লক্ষ ২৮ হাজার টাকা ব্যয়ে বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। পতনঊষার ইউনিয়নে ২টি পাকাকরণ রাস্তা ও ১ টি রাস্তার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

১২ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উন্নয়ন প্রকল্পের শুভ উদ্বোধন করেন সরকারী প্রতিশ্রুতি বাস্তবায়ন সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এমপি।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এর ব্যবস্থাপনায় বলরামপুর-রসুলপুর-গোপীনগর পাকা রাস্তার আধা কি:মি: মরহুম আব্দুল মালিক মনা মেম্বার রোড ২৫ লক্ষ ২৫ হাজার টাকা, গোবিন্দপুর- দুর্গাপুর -ভায়া রসুলপুর- বৈরাগীরচক পাকা করণ রাস্তা আধা কি. মি. ২০ লক্ষ ৩ হাজার টাকা ও মুন্সীবাজার-বৃন্দাবনপুর ৭২০মি. সড়ক উন্নয়ন কাজে ৩৮ লক্ষ টাকা ব্যয়ে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। বিকালে ৬৫ লক্ষ টাকা ব্যয়ে আহমদনগর দাখিল মাদ্রাসার “বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এমপি” একাডেমিক ভবনের শুভ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রশাসন, রাজনৈতিক, জনপ্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com