মুজিব শতবর্ষ উপলক্ষে মৌলভীবাজার জেলা দাবা লীগের সমাপনী অনুষ্ঠান

October 4, 2021,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে ‘মুজিব শতবর্ষ’ উপলক্ষে মৌলভীবাজার জেলা দাবা লীগের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২১ শেষ হয়েছে।
৩ অক্টোবর রোববার সন্ধ্যায় মৌলভীবাজার জেলা স্টেডিয়ামে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ পুলিশ সিলেট রেঞ্জ এর ডিআইজি মফিজ উদ্দিন আহমেদ পিপিএম।
পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলহাজ্ব মিজবাহুর রহমান, সদর উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা রহমান, খেলা পরিচালনা কমিটির সদস্য সচিব মোস্তাক আহমদ মম।
জেলা পুলিশ মৌলভীবাজারের সার্বিক ব্যবস্থাপনায় ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে মুজিব শতবর্ষ মৌলভীবাজার জেলা দাবা লীগ আটটি দলের অংশগ্রহণে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চ্যাম্পিয়ন, রানার আপ ও তৃতীয় স্থান প্রাপ্ত দলের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি বাংলাদেশ পুলিশ, সিলেট রেঞ্জ এর ডিআইজি ।
উল্লেখ্য ২৯ সেপ্টেম্বর মুজিব শতবর্ষ মৌলভীবাজার জেলা দাবা লীগ ২০২১ শুরু হয়েছিল। ৫ দিনব্যাপী লীগ পদ্ধতিতে খেলায় অংশ গ্রহন করে মোট ৮টি দল।
খেলায় প্রথম স্থান অর্জন করে ডায়মন্ড ক্লাব, দ্বিতীয় স্থান অর্জন করে কনফিডেন্স ক্লাব ও তৃতীয় স্থান অর্জন করে ব্রাদার্স ক্লাব। চ্যাম্পিয়ন, রানার্সআপ ও তৃতীয় স্থান অধিকারকারী প্রত্যেকে একটি ট্রপি ও নগদ যথাক্রমে ২৫ হাজার, ১৫ হাজার ও ১০ হাজার টাকা পুরষ্কার দেওয়া হয়। এছাড়াও প্রত্যেকটি দলকে মেডেল ও সার্টিফিকেট প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com