যুবসমাজকে রক্ষার্থে মৌলভীবাজারে চেয়ারম্যান বাড়ীর উদ্যোগে মিনিবার ফুটবল টুনামেন্ট
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ মানুষিক বিকাশ, যুবসমাজকে মাদক ও মোবাইল ফোনের আসক্তি থেকে রক্ষার উদ্দেশ্যে মৌলভীবাজারের ইউসুফ নগর ( রাতগাঁও ) চেয়ারম্যান বাড়ীর উদ্যোগে শুরু হয়েছে মিনিবার ফুটবল টুনামেন্ট।
৫ নভেম্বর শুক্রবার বিকেল ৪ টায় এই টুনামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা ক্রীড়া কর্মকর্তা মোঃ মাজহারুল মজিদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইএসডিপি (বিডা) মৌলভীবাজার জেলা সমন্বয়ক মোঃ নিয়াজ মোর্শেদ।
এসময় আরো উপস্থিত ছিলেন সলিউশন পার্কের চেয়ারম্যান হাম্মাদ রুমেল, কামরান হুসেন, আরিফুল ইসলাম জাকারিয়া, মুহিবুর রহমান তালুকদার প্রমুখ। খেলায় নকআউট ভিত্তিতে সর্বমোট ৩২ টি টিমের সমন্বয়ে এ খেলা শুরু হয়।
সৌরভ ইসলামের পরিচালনায় উদ্বোধনী খেলায় জিহাদ ফাইটার্স উত্তর মোলায়েম ক্লাব ট্রাইবেকারে এর মাধ্যমে ২-১ গোলে সবুজবাংলা নবীগঞ্জ স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা ক্রীড়া কর্মকর্তা মোঃ মাজহারুল মজিদ বলেন, যুবসমাজকে খেলাধুলায় উদ্বুদ্ধ করার জন্য জেলা ক্রিড়া কর্মকর্তা সবাইকে আহ্বান জানায় তিনি বলেন যুবসমাজকে মাদকের দূরে থাকতে খেলাধুলার প্রতি ভালবাসতে।
ইএসডিপি জেলা সমন্বয়ক নিয়াজ মোর্শেদ বলেন, প্রত্যেকটা তরুণের বিকাশের জন্য আলাদা কোনো বিকল্প নেই, মানসিক প্রশান্তি ও ও খারাপ কাজ থেকে বিরত থাকার জন্য প্রতিটা যুবসমাজকে খেলাধুলার প্রতি মনোনিবেশ করা দরকার, এই টুর্নামেন্টের মাধ্যমে বাংলার গ্রাম অঞ্চলের হারিয়ে যাওয়া ফুটবলের ঐতিহ্য ফিরে আসবে।
সর্বশেষে এত সুন্দর আয়োজন করার জন্য এই টুর্নামেন্টের আয়োজন কারীদের ধন্যবাদ জানানো হয়।



মন্তব্য করুন