মৌলভীবাজার পাবলিক লাইব্রেরির উদ্যোগে গুনীজন সংবর্ধনা
স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার পাবলিক লাইব্রেরির উদ্যোগে গুনীজনদের সংবর্ধনা দেয়া হয়েছে।
২৯ সেপ্টেম্বর সোমবার রাতে মৌলভীবাজার পাবলিক লাইব্রেরির ড. সৈয়দ মুজতবা আলী হল রুমে গুনীজনদের সংবর্ধনা দেয়া হয়।
ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউরোপ বাংলাদেশ ফেড়ারেশন অব কমাস এন্ড ইন্ডাস্টি এর সভাপতি ড. ওয়ালী তসর উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনএসবি চক্ষু হাসপাতালের সাধারণ সম্পাদক ছাদিক আহমদ, বিএমএ মৌলভীবাজার এর সাবেক সভাপতি ডা: আব্দুল আহাদ, বিশিষ্ট শিল্পপতি আব্দুল গনি, যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট কমিউনিটি লিডার মোহাম্মদ আব্দুল লতিফ কাওছার, যুক্তরাজ্য প্রবাসীমোহাম্মদ হারুনর রশিদ।
বক্তব্য রাখেন মৌলভীবাজার প্রেসক্লাবের আহ্বায়ক বকসী ইকবাল আহমদ, শ্রীমঙ্গল সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সৈয়দ মোহাম্মদ মহসীন, এডভোকেট মোস্তাক আহমদ মম, রাজনগর মোফাজ্জল করিম মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ ইকবাল হোসেন, খালেদ চৌধুরী প্রমূখ।
অনুষ্ঠান শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলায়ত করেন হাফিজা খাতুল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মকবুল হোসেন খান। এরপর অতিথিদের ফুল দিয়ে বরণ করা হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মৌলভীবাজার পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক প্রফেসর শাহ আব্দুল অদুদ।



মন্তব্য করুন