পূবালী ব্যাংকের মৌলভীবাজার শাখায় গ্রাহক সমাবেশ-২০১৮ অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার॥ পূবালী ব্যাংকে সঞ্চয় করুন, “নিরাপদে থাকুন” শ্লোগান নিয়ে পূবালী ব্যাংক লিমিটেড, মৌলভীবাজার শাখা কর্তৃক “গ্রাহক সমাবেশ ২০১৮” অনুষ্ঠিত হয়।
১৪ ফেব্রুয়ারি উক্ত গ্রাহক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানে বিশেষ মাত্রা যোগ করেন ব্যাংকের মৌলভীবাজার অঞ্চল প্রধান ও উপ- মহাব্যবস্থাপক দিলীপ কুমার পাল। ব্যাংকের শাখা প্রধান আবু জাফর মোঃ রকিবউল্লাহ সভাপতিত্ব্ ে বিশেষ অতিথির আসন অলংকৃত করেন আঞ্চলিক ঋণ প্রশাসক ও আইন বিষয়ক মূখ্য কর্মকর্তা মোহাম্মদ আবু তাহের।
সমাবেশকে তাৎপর্যপূর্ণ ও সাফল্যমন্ডিত করতে উপস্থিত ছিলেন মৌলভীবাজারস্থ বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ- সেবক, গণ্যমান্য ব্যক্তিবর্গ-সহ ব্যাংকের অসংখ্য গ্রাহক ও শুভানুধ্যায়ী সাবেক ভিপি আব্দুল মালিক তরফদার। জেলা পরিষদ সদস্য হাসান আহমেদ জাবেদ, মৌলভীবাজার বীজনেস ফোরাম সদস্য সচিব মোঃ শাহাদৎ হোসেন প্রমুখ।
গ্রাহকগণ তাদের বক্তব্যে পূবালী ব্যাংকের এ শাখাকে ঘিরে তাদের বিভিন্ন আশা প্রত্যাশা ও দাবী – দাওয়ার কথা ব্যক্ত করেন। অনুষ্ঠানে উপস্থিত ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষগণ গ্রাহকবৃন্দের প্রত্যাশার প্রতিফলন যাতে বাস্তবে রুপায়িত হয়, সেবার মান বৃদ্ধিসহ ব্যাংকিং সেবা আরো অধিক দ্রুততার সাথে সুষ্ঠ-সুচারুভাবে মৌলভীবাজারের সকল গণ-মানুষের দুয়ারে পৌঁছানো যায় সেই মর্মে শাখার কর্মকর্তা কর্মচারী নির্বিশেষে সকলকে নিরলস কাজ করে যাবার দিক- নির্দেশনা প্রদান করেন। সেই সাথে ব্যাংকের ধারাবাহিক সাফল্য ধরে রেখে সেবার মান বৃদ্ধির আশা প্রকাশ করে গ্রাহকবৃন্দের উক্ত শাখার সাথে থেকে সহযোগিতার হাত প্রসারিত করারও কামনা করেন।



মন্তব্য করুন