বড়লেখা সীমান্ত এলাকা থেকে ৯টি ভারতীয় চোরাই মহিষ উদ্ধার

April 3, 2018,

আব্দুর রব॥  বড়লেখা উপজেলার সীমান্ত এলাকা থেকে বিজিবি সদস্যরা ৫ লক্ষাধিক টাকার ৯টি ভারতীয় চোরাই মহিষ উদ্ধার করেছে।

৩ এপ্রিল মঙ্গলবার দুপুরে জুড়ী কাস্টমস উদ্ধারকৃত চোরাই মহিষগুলো পৃথক নিলামে প্রায় ৩ লাখ টাকা বিক্রি করেছে।

বিজিবি ৫২ ব্যাটেলিয়ন সুত্রে জানা গেছে, বড়লেখা উপজেলার বিওসি টিলা বিজিবি ক্যাম্পের টহল কমান্ডার হাবিলদার জর্জেস আহমেদের নেতৃত্বে সোমবার ভোরে অভিযান চালিয়ে সীমান্তের কাকড়াছড়া নামক স্থান থেকে ৪টি ভারতীয় চোরাই মহিষ উদ্ধার করা হয়। একই সময়ে বোবারথল বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. রফিকুল ইসলামের নেতৃত্বে বিজিবি সদস্যরা ৫টি ভারতীয় চোরাই মহিষ আটক করেন। চোরা কারবারিরা ভারত থেকে অবৈধভাবে মহিষগুলো পাচার করছিল। বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়।

বিজিবি ৫২ ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্ণেল আহমেদ ইউসুফ জামিল মঙ্গলবার বিকেলে জানান, চোরাই মহিষগুলো জব্দ করে জুড়ী কাস্টমস অফিসে জমা দেয়া হয়। বিজিবির উপস্থিতিতে সহকারী কাস্টমস কর্মকর্তা অরূপ বেপারি মঙ্গলবার দুপুরে মহিষগুলো প্রকাশ্য নিলামে বিক্রি করেছেন। সীমান্তে সবধরণের চোরাচালান প্রতিরোধে বিজিবির এধরণের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com