বড়লেখায় বিদেশি মদ ও গাঁজাসহ এক জন গ্রে প্তা র

August 31, 2025,

স্টাফ রিপোর্টার : বড়লেখা থানা পুলিশের বিশেষ অভিযান চালিয়ে ১০ বোতল বিদেশি মদ ও ৩০০ গ্রাম গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম মুজিবুর রহমান (৪৮)। তিনি বড়লেখা উপজেলার বর্ণি ইউনিয়নের মুদৎপুর গ্রামের বাসিন্দা।

৩১ আগস্ট শনিবার দিবাগত রাতে বড়লেখা থানার এসআই মো: আব্দুর রাকিব সঙ্গীয় ফোর্সসহ ফকিরবাজার এলাকায় অভিযান পরিচালনা করে মুজিবুর রহমানকে আটক করেন। এসময় আটককৃত ব্যক্তির হেফাজত থেকে ১০ বোতল ভারতীয় মদ (অফিসারস চয়েস প্রিমিয়াম হুইস্কি) এবং ১২টি পলিথিনের প্যাকেটে মোট ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

বড়লেখা থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান মোল্লা জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে এবং আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com