বড়লেখায় সিএনজি স্ট্যান্ড নির্বাচন ভোটার তালিকায় অনিয়মের অভিযোগ তোলে ১১ প্রার্থীর নির্বাচন বর্জন

September 27, 2025,

আব্দুর রব : বড়লেখা উপজেলার ফকিরবাজার সিএনজি স্ট্যান্ডের আসন্ন দ্বি-বার্ষিক নির্বাচনকে ঘিরে শ্রমকদের মধ্যে তীব্র অসন্তোষ ও ক্ষোভ দেখা দিয়েছে। ভোটার তালিকায় অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন প্রতিদ্বন্দ্বী একটি পূর্ণ প্যানেলের সভাপতিসহ ১১ প্রার্থী ও সিএনজি স্ট্যান্ডের সদস্যরা। তাদের অভিযোগ, প্রকৃত শ্রমিক ও ড্রাইভারদের বাদ দিয়ে সিএনজি চালক নয় কৃষক, দিনমজুর, গরু রাখালসহ বিভিন্ন পেশার লোকজনকে চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

নানা অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ দিয়েও প্রতিকার না পাওয়ায় ভুক্তভোগি প্রার্থীরা বৃহস্পতিবার রাতে সংবাদ সম্মেলনের আয়োজন করে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সভাপতি পদপ্রার্থী ছিদ্দিকুর রহমান। এ সময় সহসভাপতি পদপ্রার্থী মাতাব উদ্দিন, সম্পাদক পদপ্রার্থী সাইবুর রহমান, সহসম্পাদক পদপ্রার্থী মন্তর আলী, সাংগঠনিক সম্পাদক প্রার্থী জাকির হোসেন, কোষাধ্যক্ষ প্রার্থী কয়েছ আহমদ, দপ্তর সম্পাদক প্রার্থী জামিল আহমদ, প্রচার সম্পাদক প্রার্থী আসুক আহমদ এবং সদস্য প্রার্থী ছয়েফ উদ্দিন, রনি আহমদ ও কামিল হোসেন উপস্থিত ছিলেন।

ছিদ্দিকুর রহমান বলেন, ২৭ সেপ্টেম্বর অনুষ্ঠেয় নির্বাচনের জন্য সভাপতি, সম্পাদক ও সচিব কর্তৃক প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায় প্রকৃত চালক ও শ্রমিকদের নাম রাখা হয়নি। অথচ কৃষক, দিনমজুর, গরু রাখালসহ বিভিন্ন পেশার ব্যক্তিদের ভোটার বানানো হয়েছে। অনেক প্রকৃত চালক ও শ্রমিকের ইউনিয়নের বৈধ কার্ড রয়েছে। আগের ভোটার তালিকাতেও তাদের নাম ছিল। কিন্তু ব্যক্তিস্বার্থে তাদের বাদ দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে তারা বাদ পড়া বেশ কয়েকজন প্রকৃত ভোটারের নাম ও কার্ড নম্বর প্রকাশ করেন। এর মধ্যে রয়েছেন-কার্ড নং ৬৪৭০ খলিলুর রহমান (উজিরপুর), ২০৬৪৮ ফারুক মিয়া (উজিরপুর), ৯৮৯০ পাপলু দাস (উজিরপুর),৯৮৯১ সিদ্দিকুজ্জামান (উজিরপুর), ৯৮৭০ সুমন আহমদ (উজিরপুর), ৯৮৭৩ মান্না, ৬৪৬৫ আব্দুল মন্নান (নয়াগাও), ৬৪৮৪ সোহাগ মিয়া (শিলকুরা), ৫৮৬৬ অয়েফ আহমদ (নয়াপাড়া), ১০৮৪৩ সোহেল আহমদ (বর্ণি চক), ২১৯৩২ শাহজাহান মিয়া (বর্ণি চক) প্রমুখ। অন্যদিকে, ভোটার হিসেবে যাদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন-এনায়েত  হোসেন (মুদৎপুর), আবু সাইদ (বর্ণি চক), জায়েদ হোসেন (বর্ণি চক), জাবের হোসেন ও কামিল হোসেন (বর্ণি নয়াগাও), বাবুল হোসেন ও হোসাইন আহমদ (বর্ণি চক),  মির্জান উদ্দিন ও শাকিল আহমদ (মুদৎপুর), নূর উদ্দিন জিলু (বর্ণি চক) সামাদ হোসেন (বর্ণি নয়াগাও) ও রাসেল (বর্ণি চক)।

ছিদ্দিকুর রহমান জানান, অভিযোগের প্রেক্ষিতে জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছিলেন। কিন্তু এখনো কোনো প্রতিকার পাননি।

এই নির্বাচনকে পাতানো আখ্যা দিয়ে তিনি বলেন, এই  নির্বাচনে আমরা অংশ নেব না। আমরা তা বর্জন করছি। আমাদের দাবি- প্রকৃত শ্রমিক ও চালকদের নিয়ে নতুন ভোটার তালিকা প্রণয়নপূর্বক নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে।

নির্বাচন বয়কটের কারণে বর্তমান শ্রমিক ইউনিয়নের থানা শাখার সভাপতি তাদের নানা হুমকি-ধমকি দিচ্ছেন। ঘনিষ্ঠজনকে ফকির বাজার সিএনজি স্ট্যান্ডের সভাপতি বানানোর পায়তারা করছেন। এছাড়া ফকিরবাজার সিএনজি স্ট্যান্ডের সাবেক ও বর্তমান সভাপতি তাদের হুমকি দিচ্ছেন। এতে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com