বড়লেখায় জলাবদ্ধতা নিরসনে ষাটমা ছড়া পুনঃখনন কাজ শুরু বর্ষায় রক্ষা পাবে ৩ গ্রামের বসতবাড়ি ও কৃষি জমি
বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখায় ভরাট হয়ে যাওয়া ষাটমাছড়া পুনঃখনন কাজের উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সুহেল মাহমুদ। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) সিলেট বিভাগ ক্ষুদ্রসেচ উন্নয়ন প্রকল্পের আওতায় এ খনন কাজ চলছে। ২৩ লাখ টাকায় ছড়ার ২ কিলোমিটার এলাকার প্রায় ৩০ হাজার ঘনফুট মাটি খনন করা হবে। এতে পৌরশহরের উত্তর পুর্বাঞ্চলের অতি বৃষ্টি ও ভারি বর্ষনেও দ্রুত পানি নিষ্কাষিত হওয়ার পথ সুগম হবে। অকাল বন্যার হাত থেকে রক্ষা পাবে শহরের পুরুষ রামের চক, আদিত্যেও মহাল ও আইলাপুর এলাকার বসত বাড়ি ও কৃষি জমি।
ইউএনও মোহাম্মদ সুহেল মাহমুদের সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলামের পরিচালনায় স্থানীয় গ্রামতলা দাখিল মাদ্রাসায় এ উপলক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন করেন উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর। অন্যদের মধ্যে থানার অফিসার ইনচার্জ মো. সহিদুর রহমান, পৌর মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ডা. প্রণয় কুমার দে, সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, সদর ইউপি চেয়ারম্যান সোয়েব আহমদ, দক্ষিণ শাহবাজপুর ইউপি চেয়ারম্যান সাহাব উদ্দিন, বিএডিসির সহকারী প্রকৌশলী আরিফুল হক, মাদ্রাসার সুপার মাওলানা ইসলাম উদ্দিন, পৌর কাউন্সিলর জেহীন সিদ্দিকী, আব্দুল মালিক ঝুনু, পৌরসভার সহকারী প্রকৌশলী নুরুল আলম, ইউপি সদস্য ফারুক আহমদ প্রমুখ বক্তব্য রাখেন।
বিএডিসি মৌলভীবাজার কার্যালয়ের সহকারী প্রকৌশলী আরিফুল হক জানান, ‘প্রাথমিকভাবে ষাটমা ছড়ার দুই কিলোমিটার খনন করা হচ্ছে। বরাদ্ধ প্রাপ্তি সাপেক্ষে এ অর্থ বছরে আরো দুই কিলোমিটার খনন হবে। ষাটমাছড়া খননের ফলে পৌর এলাকার জলাবদ্ধতা নিরসন ছাড়াও অকাল বন্যা থেকে কৃষিজমির ব্যাপক ফসল রক্ষা পাবে।



মন্তব্য করুন